সচরাচর প্রশ্নের উত্তরসমূহ
প্রশ্নঃ ১
CMA Australia তে সর্বমোট কত পেপার?
CMA Australia তে সর্বমোট কত পেপার?
CMA তে সর্বমোট ১৮ পেপার।
যার প্রথম ১২ টি পেপার পড়ানো হয় না কারণ CMA কোর্সে জয়েন করার শর্ত হলো Masters in Commerce সাথে ১০ বছরের চাকরি / ব্যবসার অভিজ্ঞতা। তাই প্রথম ১২ টি পেপার সবার জন্যই exemption. শুধুমাত্র Australia তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ক্লাসগুলো অনুষ্ঠিত হয়।
বাকি ৬ টি পেপারের মধ্যে প্রথম ৪ টি পেপার
(Financial Management,
Financial Statement Analysis,
Management Accounting,
Financial Modelling)
ক্যান্ডিডেটের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে exemption দেয়া হয় অথবা Mandatory CPD হিসেবে মূল ক্লাসে জয়েন করার সুযোগ দেয়া হয়।
সুতরাং CMA Australia র ইন্সটিটিউট সরাসরি ২ পেপার ক্লাস পরিচালনা করে থাকেঃ
প্রশ্নঃ২
Masters in Commerce না থাকলে এই কোর্সে অংশগ্রহণ করা যাবে না?
Masters in Commerce না থাকলে এই কোর্সে অংশগ্রহণ করা যাবে না?
কমার্স গ্র্যাজুয়েট না হলেও যদি আপনি একাউন্টিং প্রফেশনে ১০ বছর ধরে কাজ করে ত্থাকেন আপনি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে মূল কোর্সের আগে আপনাকে প্রথম ৪ টি পেপার
(Financial Management, Financial Statement Analysis, Management Accounting, Financial Modelling)
অবশ্যই ক্লাস করে পাশ করতে হবে। যে কোন University র সার্টিফিকেট আমরা এক্সেপ্ট করে থাকি।
Accounts
Audit
Finance
প্রশ্নঃ৩
একজন কোয়ালিফাইড একাউন্টেন্ট কে সর্বমোট কত পেপার ক্লাস করে পাশ করতে হবে?
একজন কোয়ালিফাইড একাউন্টেন্ট কে সর্বমোট কত পেপার ক্লাস করে পাশ করতে হবে?
একজন কোয়ালিফাইড একাউন্টেন্ট কে ফাইনাল ২ পেপার
(Strategic Cost Management & Strategic Business Analysis) ক্লাস করে,
Executive Business Report সাবমিট করতে হবে।
রিপোর্ট পাশ করলে উনি CMA Membership নিতে পারবেন।
প্রশ্নঃ৪
একজন প্রফেশনাল একাউন্টেন্ট কিন্তু কোন ইন্সটিটিউটের Certified না, উনাকে সর্বমোট কত পেপার ক্লাস করে পাশ করতে হবে?
একজন প্রফেশনাল একাউন্টেন্ট কিন্তু কোন ইন্সটিটিউটের Certified না, উনাকে সর্বমোট কত পেপার ক্লাস করে পাশ করতে হবে?
কোয়ালিফাইড বা নন কোয়ালিফাইড সবাইকেই ফাইনাল ২ পেপার (Strategic Cost Management & Strategic Business Analysis) ক্লাস করে, Business Executive Report সাবমিট করতে হবে। রিপোর্ট পাশ করলে উনি CMA Membership নিতে পারবেন।
বাংলাদেশে যেহেতু গত ২০২২ হতে আমাদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না, সেক্ষেত্রে, Continuous Professional Development (CPD) এর অংশ হিসেবে Financial Statement Analysis, Financial Modelling, Management Accounting, Financial Management এর কোর্স করে অবশ্যই Institute এর CPD Diary তে আপডেট করতে হবে।
অবশ্যই ১ (এক) বছরের মধ্যে এই CPD সম্পন্ন করতে হবে। বিস্তারিতের জন্য bangladesh@cmaaustralia.edu.au তে মেইল করতে পারবেন।
প্রশ্নঃ৫
সাধারণত ক্লাস কখন অনুষ্ঠিত হয়?
সাধারণত ক্লাস কখন অনুষ্ঠিত হয়?
সাধারণতঃ প্রতিবছর মার্চ ও সেপ্টেম্বরে (বছরে ২ টি ব্যাচ) অনলাইনে যুম প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ৬
কোর্স ডিউরেশন কত দিনের?
কোর্স ডিউরেশন কত দিনের?
যেহেতু গ্লোবালি সরাসরি ইন্সটিটিউট হতে ক্লাস পরিচালিত হয়, ২ পেপার ক্লাস মোট ৭ দিনে সম্পন্ন হয় (৮ ঘন্টা করে প্রতিদিন)।
১) Strategic Cost Management – ক্লাস অনুষ্ঠিত হয় টানা ৩ দিন (শনিবার -রবিবার – সোমবার)
২) Strategic Business Analysis – ক্লাস অনুষ্ঠিত হয় ২ সপ্তাহে ৪ দিন (শনি -রবি ও শনি -রবি)
ক্লাস শেষে ১ মাস সময় দেয়া হয় Study Materials পড়ার জন্য ও Case Study solve করার জন্য।
এরপর পারটিসিপ্যান্টসকে একটি Business Executive Report তৈরি করে Assessment এর জন্য জমা দিতে হয়, সাবমিশনের ১ থেকে ১.৫ মাস পর রেজাল্ট পাবলিশ হয়, পাশ করলে সরাসরি CMA membership নিতে পারেন নির্দিষ্ট মেম্বারশিপ ফী দিয়ে।
প্রশ্নঃ ৭
Executive Business Report/ Assignment ফেল করলে কি হবে?
Executive Business Report/ Assignment ফেল করলে কি হবে?
যদি কোন কারণে ক্যান্ডিডেট Assignment উত্তীর্ণ হতে না পারেন, সে ক্ষেত্রে Exam Fee দিয়ে আবার পরের ব্যাচে ২ পেপার written exam দিতে হবে, যদি ঐ দেশে exam নেয়ার মত কেউ না থাকেন, সে ক্ষেত্রে উনাকে ২ টা এসাইনমেন্ট পেপার জমা দিতে হবে।
প্রশ্নঃ৮
Executive Business Report (EBR)/ Assignment প্রস্তুতির জন্য কি Institute হতে সহযোগিতা করা হয়?
Executive Business Report (EBR)/ Assignment প্রস্তুতির জন্য কি Institute হতে সহযোগিতা করা হয়?
EBR লিখিত পরীক্ষার একটা বিকল্প সুতরাং সরাসরি কোন সহায়তা করা হয় না, প্ল্যাজিয়ারিজম একটা বড় বিষয় Institute এ, তবে কি করে লিখতে হবে, ফরম্যাট কি হবে, কত শব্দ, অতীতের পাশ করা রিপোর্ট এই বিষয়ে আমরা ক্লাস শেষে গাইডলাইন দিয়ে থাকি।
প্রশ্নঃ ৯
CMA কোর্স শুরু হতে পাশ করতে কতদিন সময় প্রয়োজন?
CMA কোর্স শুরু হতে পাশ করতে কতদিন সময় প্রয়োজন?
ক্যান্ডিডেটের অভিজ্ঞতা ও প্রফেশনাল পড়াশুনার উপর ভিত্তি করে যেমনঃ
ক) কোয়ালিফাইড একাউন্টেন্টের ক্ষেত্রেঃ মার্চ মাসে ক্লাস > মে মাসে রিপোর্ট সাবমিশন > জুন মাসে রেজাল্ট ও মেম্বারশিপ , ৪ মাস সময় প্রয়োজন।
খ) একাউন্টেন্টদের ক্ষেত্রেঃ মার্চ মাসে ক্লাস > মে মাসে রিপোর্ট সাবমিশন > জুন মাসে রেজাল্ট এরপরে বা আগে বাকি ৪ পেপারের উপর ক্লাসে সময় প্রয়োজন ৩ মাস সব মিলে ৯ হতে ১২ মাস সময় প্রয়োজন।
প্রশ্নঃ ১০
বাংলাদেশ হতে কি CMA Australiaর ক্লাসে অংশগ্রহণ করা যায়?
বাংলাদেশ হতে কি CMA Australiaর ক্লাসে অংশগ্রহণ করা যায়?
যেহেতু অনলাইন যুমের মাধ্যমে ক্লাস হয়, বাংলাদেশ হতে অংশগ্রহণ করা যায় এবং প্রতি ব্যাচে আগ্রহী প্রফেশনালরা প্রতি বছর আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
প্রশ্নঃ ১১
কোর্স ফী কত? কি করে পেমেন্ট করা যাবে?
কোর্স ফী কত? কি করে পেমেন্ট করা যাবে?
বর্তমান (২০২২-২০২৩) কোর্স ফী অস্ট্রেলিয়ান ডলার ৩,৯৫০/-
এর মধ্যে Class Materials (২,০০০ পৃষ্ঠার বই), রেজিস্ট্রেশন ফী, এসেসমেন্ট ফী, এক্সামিনেশন ফী সহ। অর্থাৎ পরীক্ষা পাশের আগ পর্যন্ত আর কোন ফী নেই, পরীক্ষা পাশের পর শুধুমাত্র মেম্বারশিপ ফী পেমেন্ট করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ড বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি Institute এ পেমেন্ট করা যাবে।
প্রশ্নঃ১২
বাংলাদেশ হতে কি করে CMA Australiaর ক্লাসে অংশগ্রহণ করবো?
বাংলাদেশ হতে কি করে CMA Australiaর ক্লাসে অংশগ্রহণ করবো?
আপনার কারিকুলাম ভিটা সরাসরি ই-মেল করুন, bangladesh@cmaaustralia.edu.au
এরপর গাইডলাইন অনুসারে অংশগ্রহণ করুন।
মার্চ সেশনে অংশগ্রহনের শেষ তারিখঃ
১৫ ই ফেব্রুয়ারি, ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করতে হবে।
সেপ্টেম্বর সেশনে অংশগ্রহনের শেষ তারিখঃ
১৫ ই আগস্ট, ৩১ শে আগস্টের মধ্যে অবশ্যই পেমেন্ট ক্লিয়ার করতে হবে।